ঢেঁড়স

Related Articles

বৈজ্ঞানিক নামঃ Abelmoschus esculentus (L.) Moench

গোত্রঃ Malvaceae 

বর্ষজীবী খাড়া বীরুৎ। পাতা বৃন্তক, বৃন্ত ৪০ সেমি পর্যন্ত লম্বা, পত্রফলক পত্রবৃন্তের সমান লম্বা, ৫-৭ খন্ডিত, হৃৎপিন্ডাকার, খন্ডক ডিম্বাকার-বল্লমাকার, কিনারা ক্রকচ-সভঙ্গ, তীক্ষ্মাগ্র, উপপত্র সূত্রবৎ, ১ সেমি পর্যন্ত লম্বা, অখন্ড বা দ্বি-বিভক্ত, পাতী। পুষ্প একক, কাক্ষিক। উপবৃতির খন্ড ৭-১৫টি। বৃতি চমসাকার, ২-৬ সেমি লম্বা। পাপড়ি ৫টি, বিডিম্বাকার, ৩-৭ সেমি লম্বা এবং চওড়া, পাকানো, ঘণ্টাকার, গাঢ় রক্তবেগুনি কেন্দ্রসহ ফ্যাকাশে হলুদ। পুংকেশরগুলো যুক্ত হয়ে পুংকেশরীয় স্তম্ভ গঠন করে, বেলনাকার, দীর্ঘাগ্রবিশিষ্ট। গর্ভপত্র ৫টি, যুক্তগর্ভপত্র, গর্ভাশয় ৫-প্রকোষ্ঠী, রোমশ, গর্ভদন্ড ১টি, গর্ভমুন্ড গর্ভপত্রের সংখ্যার সমান, গাঢ় রক্তবেগুনি। ক্যাপসিউল ৫-২৫ × ১.০-২.৫ সেমি, বেলনাকার থেকে পিরামিডাকার, পরিণত অবস্থায় সাদা কুর্চযুক্ত। বীজ অসংখ্য, গোলককার, গাঢ় বাদামী থেকে কালো। ফুল ও ফল ধারণ: আবাদী অবস্থায় সারা বৎসরব্যাপী।

Abelmoschus esculentus
okra4511


আবাসস্থল: সু-নিষ্কাশিত বেলে দো-আঁশ মাটি।
ব্যবহার: ফল সব্জি হিসেবে ব্যবহৃত হয়। বাকল তন্তু রজ্জু তৈরিতে ব্যবহৃত হয়।
বিস্তৃতি: বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি।
বর্তমান অবস্থা: সুলভ।

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertisment

Popular stories

কুঁচ : অতীতকালে এক রতি সোনা মাপা হতো যে মাপন দিয়ে তার নাম কুঁচ বীজ

বৈজ্ঞানিক নামঃ Abrus precatorius L. গোত্রঃ  Fabaceae অতীতকালে এক রতি সোনা মাপা হতো যে মাপন দিয়ে তার নাম...

মুসক দানা

বৈজ্ঞানিক নামঃ Abelmoschus moschatus Medik. গোত্রঃ  Malvaceae  খাড়া বীরূৎ বা ছোট গুল্ম। পাতা লম্বা বৃন্তবিশিষ্ট (২৪ সেমি পর্যন্ত),...

ঢেঁড়স

বৈজ্ঞানিক নামঃ Abelmoschus esculentus (L.) Moench গোত্রঃ Malvaceae  বর্ষজীবী খাড়া বীরুৎ।...

গোল পিটারি

বৈজ্ঞানিক নামঃ Abrus precatorius L. গোত্রঃ  Fabaceae বহুশাখান্বিত, কাষ্ঠল আঠালো বীরূৎ, খসখসে এবং অপ্রীতিকর গন্ধবিশিষ্ট। পাতা বৃন্তক, বৃন্ত...

উলটকম্বল

বৈজ্ঞানিক নামঃ Abroma augusta (L.) L.f. গোত্রঃ  Sterculiaceae গুল্ম বা ছোটবৃক্ষ, ২.৫-৪.৫ মিটার উঁচু। পত্র ১০-২৫ × ১০-১৯...