মুসক দানা

Related Articles

বৈজ্ঞানিক নামঃ Abelmoschus moschatus Medik.

গোত্রঃ  Malvaceae 

খাড়া বীরূৎ বা ছোট গুল্ম।
পাতা লম্বা বৃন্তবিশিষ্ট (২৪ সেমি পর্যন্ত), নিচের পাতা করতলাকারে খন্ডিত, উপরের পাতা ৩-৫ খন্ডিত, বল্লমাকার বা বাণাকার, খন্ডক ব-দ্বীপাকার থেকে আয়তাকার-বল্লমাকার, ক্রকচ থেকে দন্তুর, কর্কশ শক্ত রোমাবৃত। পুষ্প কাক্ষিক, একক এবং প্রান্তীয় গুচ্ছে। উপবৃতির খন্ড ৬-১০টি, মুক্ত, স্থায়ী। দলমন্ডল গাঢ় রক্তবেগুনি কেন্দ্রসহ হলুদ। ক্যপসিউল ডিম্বাকার থেকে মুলকাকার, চঞ্চুবিশিষ্ট, ঘন শক্ত ও কর্কশ রোমাবৃত। বীজ ডিম্বাকার থেকে বৃক্কাকার, কালচে বাদামী, থেতলানোর পরে কস্তুরী সুগন্ধিযুক্ত।

黃葵 Abelmoschus moschatus 02
ফুল
錦葵科 秋葵屬 香葵 (果) 南安-瓦拉米 Abelmoschus moschatus
ফল
Abelmoschus moschatus Medicus.
বীজ


ফুল ও ফল ধারণ: জুলাই-ডিসেম্বর।
আবাসস্থল: পতিত জমি, পরিত্যক্ত স্থান, রাস্তার পাশের খাল, বনের প্রান্ত, ঝোপ-ঝাড় এবং পার্বত্য এলাকা।
ব্যবহার: ইহার তন্তু রশি এবং দড়িদড়া তৈরিতে ব্যবহৃত হয়। বীজ সুগন্ধি এবং সৌন্দর্য্যবর্ধক সামগ্রী প্রস্তুতে ব্যবহৃত হয়। বীজ স্নিগ্ধকারক, পেটের ব্যথা নাশক, বলবর্ধক এবং পাকস্থলীর বায়ুনাশক গুণাবলীও সম্পন্ন।
বিস্তৃতি: বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি।
বর্তমান অবস্থা: সুলভ।

More on this topic

Previous articleঢেঁড়স
Next articleউলটকম্বল

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertisment

Popular stories

পাতি মাছরাঙাঃ ধৈর্যশীল পাখি

গ্রীক পুরাণে আছে, একবার রাজা সমুদ্র যাত্রায় গিয়ে জাহাজ ডুবে মারা গেল। এ খবর রাণী যখন পেল তখন তিনি সহ্য করতে পারলেন...

সবুজ হাঁড়িচাঁচা: অপরূপ সুন্দর এক পাখি।

দৃষ্টিনন্দন চেহারা। বোধ করি প্রথম দর্শনেই মুগ্ধ হবেন যে কেউ-ই। দেশের আবাসিক পাখি হলেও সর্বত্র দেখা যাওয়ার নজির নেই সবুজ হাঁড়িচাঁচার। দেখা...

উলটকম্বল

বৈজ্ঞানিক নামঃ Abroma augusta (L.) L.f. গোত্রঃ  Sterculiaceae গুল্ম বা ছোটবৃক্ষ, ২.৫-৪.৫ মিটার উঁচু। পত্র ১০-২৫ × ১০-১৯...

গোল পিটারি

বৈজ্ঞানিক নামঃ Abrus precatorius L. গোত্রঃ  Fabaceae বহুশাখান্বিত, কাষ্ঠল আঠালো বীরূৎ, খসখসে এবং অপ্রীতিকর গন্ধবিশিষ্ট। পাতা বৃন্তক, বৃন্ত...

ঢেঁড়স

বৈজ্ঞানিক নামঃ Abelmoschus esculentus (L.) Moench গোত্রঃ Malvaceae  বর্ষজীবী খাড়া বীরুৎ।...