হারগোজা

Related Articles

বৈজ্ঞানিক নামঃ Acanthus ilicifolius L.

গোত্রঃ  Acanthaceae

উপগুল্ম।
পাতা ৫-১২ × ৩.০-৫.৬ সেমি, পুরু, চর্মবৎ, কিনার অনিয়মিতভাবে খাঁজকাটা, অগ্রভাগ কাঁটাযুক্ত। মঞ্জরীপত্র ২টি, ডিম্বাকার, তীক্ষ্মাগ্র, মসৃণ; মঞ্জরীপত্রিকা ২টি। বৃত্যাংশ ৪টি, চর্মবৎ, ২+২, বাইরের বৃত্যাংশগুলো প্রায় ১.৬ সেমি লম্বা, উপবৃত্তাকার-আয়তাকার, অগ্রভাগ স্থূলাগ্র এবং সূক্ষ্ম খর্বাগ্র বিশিষ্ট, ভেতরের গুলো প্রায় ১.৩ সেমি লম্বা, আয়তাকার, শীর্ষ গোলাকার, সিলিয়াযুক্ত এবং তীক্ষ্মাগ্র। দলমন্ডল নীলাভ-রক্তবেগুনি, নল কার্টিলেজিনাস, গলদেশ অতিরোমশ, উপরের ওষ্ঠ অস্পষ্ট, নিম্ন ওষ্ঠ খর্বাকারে ত্রিখন্ডিত। পুংকেশর ৪টি, দলমন্ডল থেকে বেরিয়ে আসে; পরাগধানীর কোষগুলো আয়তাকার, রোমশ, ১টি কোষ বন্ধ্যা। ক্যাপসিউল উপবৃত্তাকার-আয়তাকার, ২-৪ × ০.৪-০.৬ সেমি, তীক্ষ্মাগ্র। বীজ ৪টি, বর্তুলাকার, কিঞ্চিৎ কুঞ্চিত।

老鼠勒 Acanthus ilicifolius [香港濕地公園 Hong Kong Wetland Park]


ফুল ও ফল ধারণ: এপ্রিল-জুলাই।
আবাসস্থল: ম্যানগ্রোভ বনভূমির নিম্নাঞ্চল, উপকুলীয় খাল এবং নদীর তীর।
ব্যবহার: শিকড় হাঁপানিতে এবং অজীর্ণতে ব্যবহৃত হয়। পাতা বাত ও স্নায়ুশূল এবং সর্পদংশনে উপকারী বলে শোনা যায়।
বিস্তৃতি: চট্টগ্রাম এবং কক্সবাজার।
বর্তমান অবস্থা: মাঝে-মধ্যে পাওয়া যায়।

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertisment

Popular stories

জল মোরগ: জলে যার বিচরণ

মোরগ আপনারা নিশ্চয় চেনেন। বন মোরগের কথাও জানেন নিশ্চয়। হয়তো দেখেছেনও অনেকে। আজ আমরা শোনাবো জল মোরগের কথা। স্থানীয়...

শিয়ালকাঁটাঃ একটি কাঁটাযুক্ত পপি জাতীয় গাছ

বৈজ্ঞানিক নামঃ Argemone mexicana L. গোত্রঃ  Papaveraceae   Argemone শব্দটি প্রাচীন গ্রিক ভাষার আর্জিমা ("ছানি" বা "ক্যাটারাক্ট") থেকে এসেছে। এই...

সবুজ হাঁড়িচাঁচা: অপরূপ সুন্দর এক পাখি।

দৃষ্টিনন্দন চেহারা। বোধ করি প্রথম দর্শনেই মুগ্ধ হবেন যে কেউ-ই। দেশের আবাসিক পাখি হলেও সর্বত্র দেখা যাওয়ার নজির নেই সবুজ হাঁড়িচাঁচার। দেখা...

ঘৃতকুমারীঃপ্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর যত গুণ

প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। রাস্তাঘাটে কিংবা বাজারে খুবই সহজলভ্য এটি। রস হিসেবে খাওয়া যায়...

পাতি মাছরাঙাঃ ধৈর্যশীল পাখি

গ্রীক পুরাণে আছে, একবার রাজা সমুদ্র যাত্রায় গিয়ে জাহাজ ডুবে মারা গেল। এ খবর রাণী যখন পেল তখন তিনি সহ্য করতে পারলেন...